বই-কুন্ঠপুর সংক্রান্ত সাধারণ প্রশ্ন ও উত্তর
বই-কুন্ঠপুর কী?
এটা একটা বই-এর সাধারণ দোকান। তবে আমাদের কোন আউটলেট, দোকান ঘর ইত্যাদি নেই। আমাদের অদৃশ্য পুস্তকালয় বলতে পারেন।
বই-কুন্ঠপুর কী করে?
উত্তরে বসবাসকারী লেখকদের বইপত্র সারাদেশের যে কোন ঠিকানায় পৌঁছে দেয়। ছোট এবং মাঝারি প্রকাশনা থেকে প্রকাশিত বইপত্র আমরা স্টকে রাখার চেষ্টা করি।
বই কী ভাবে কিনব?
'সান্ধ্য জলপাইগুড়ি' ফেসবুক পেইজ থেকে বই-কুন্ঠপুর বই বিক্রির বিজ্ঞাপণ নিয়মিত প্রচার করে। কোন বই কিনতে চাইলে WhatsApp করলেই হবে। আমরা একটি UPI-মাধ্যমে টাকা নিই। বই-এর দাম এবং ডেলিভারি চার্জ সমেত পুরো ঠিকানা পাঠালে আমরা বই পাঠিয়ে দিই।
কোন পদ্ধতিতে বই পাঠান হয়?
আমরা ভারতীয় ডাক পরিষেবার Registered Parcel Service- এর মাধ্যমে বই পাঠিয়ে থাকি। অর্ডার পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে বই Dispatch করি।
কী কী বই এখন স্টকে আছে?
স্টকে থাকা বই-এর একটি তালিকা ডাউনলোড করতে পারেন। তবে এর বাইরেও বই প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। তালিকা নিয়মিত ব্যবধানে আপডেট করা হয়।
আমি কি আমার বই বই-কুন্ঠপুরের মাধ্যমে বিক্রি করতে পারি?
হ্যাঁ। WhatsApp করুন।
Boi-kunthapur, Samaj Para, Jalpaiguri 735101
WhatsApp 9475503348
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন